Thursday, March 25, 2010
আমার সাথে কিছুক্ষণ....অষ্পষ্ট
মায়াবি চোখে তে লিখে রাখা কিছু ভুল
হাওয়ায় উড়েছে গভীর বিকেল,চুল
আবেগ মেপেও ইতিহাস লেখা থাকে
ইচ্ছেডানারা আগুন ও তো মেখে রাখে
কুয়াশার তীরে কোলাহল আনাগোনা
বলবে যে কথা কখনো হয়নি শোনা
মন কেমনের সেই এক ফালি ডাক
আয়না তে রোজ ঝগড়াও হতে থাক
বিষাদ ঢেকেছে শহর ইতস্তত
আমিও ঢেকেছি গভীর,গোপন ক্ষত
হয়ত এবারে চিরে বুক,প্রস্তর ও
থামিয়ে বলবে,আমায় ঘেন্না কর
Tuesday, January 13, 2009
Thursday, July 17, 2008
খুঁজে পাই,পেয়ে হারাই
কোথায় খুঁজি তোকে?
বোশেখ মাসের কাঠফাটা রদ্দুরে
কালবৈশাখীর মাতাল হাওয়ার ঝোঁকে
কোথায় খুঁজি তোকে?
সেদিনও তুই এসেছিলি,
রাঙিয়েছিলি মন
স্বপ্ন চুরি করলি নাহয়
বড়ই আপনজন
সেদিনও তো ভিজেছিলাম
তোর সাথে সেই ছাদে
বৃষ্টি নামে চোখের জলে
আজও এ মন কাঁদে
সেদিনও রাত এসেছিল
অলিগলি দিয়ে
পরির দলও নেমেছিল
রাজকন্যের বিয়ে
কথা রাখার রাতের শেষে গিয়ে
দেখলি অবাক চোখে
কোথায় খুঁজি তোকে?
তোর সাথে আজ বাঁচা মরা খেলা
তুই আকাশ,আর আমি নদীর ভেলা
অচিনপুর এর মায়াবি রাজপুত্তুর,
বাইছি তরী,সাগর কত দূর?
ডুবে যাওয়ার ভয় এর থেকেও বেশি
হারিয়ে যাওয়ার শোকে
কোথায় খুঁজি তোকে?
একটি মন খারাপের কোলাজ
মন খারাপের মেঘ করেছে আজ
আকাশটাও গোমড়ামুখো যেন
মন খারাপের নেইকো অবসর
সব কিছু আজ ধুসর রঙের কেন?
আমি পাগল উদাস হয়ে হাঁটি
Lamppost এর একলা থাকার মান
মন খারাপের দিব্ব্যি দিয়ে খাঁটি
Cigarette এর টুকরো গুলোর স্নান
রাস্তা খোঁজার চক্করে নেই,তবু
Orkut আর google ধরি চেপে
বুকের ভিতর শিরশিরানি টান
মন খারাপের limit প্রতি step এ
আমার কথা কেউ শোনেনি আজ
বুকের ভিতর মেঘের পাঁজর ঘেঁষে
ছলকে পড়া মান অভিমান,তাও
উড়িয়ে দিলাম পাগল আমি,হেসে
হাতের শিরায় লিখেছি তোর নাম
লিখেছি লাল আবির মাখা ক্ষুর এ
আজও তো তুই তত দুরেই আছিস
মেঘ যত দূর সোনালি রোদ্দুর এ
বুকের ভিতর মেঘের উপস্থিতি
আকাশটাও গোমড়ামুখো যেন
হটাৎ পেয়েও হারিয়ে ফেলার রীতি
সব কিছু আজ ধূসর রঙের কেন?
Tuesday, July 15, 2008
লিখতে পারি এক পৃথিবী
লিখবই আমি লিখবই
যত পুরনো লুকনো গল্প
যতখানি ভুল চাপা পড়েছিল
কিছু বিস্তৃত,কিছু স্বল্প
লিখবই আমি লিখবই
আমি আকাশ ভেজানো ক্লাসরুম
বেকার জীবন,ছুটির দিনে
ক্লান্তি মেশানো ভাতঘুম
লিখবই আমি লিখবই
কিছু যন্ত্রণা,কিছু আফশোষ
আমি একলা চলার পথের মাঝেও
তোমার বাঁচার খোরপোষ
লিখবই আমি লিখবই
আমিই ক্লান্তি জড়ানো বিশ্রাম
বৃষ্টির সাথে ভুল ধুয়ে গেলে
ভদকা,বিয়ার,স্কচ,রাম
লিখবই আমি লিখবই
ভুল হালখাতা টাও যত্নে
সন্ত্রাসবাদ,কিছু প্রতিবাদ
বলবার আগে মত নে
লিখবই আমি লিখবই
রক্তে ভেজানো ইতিহাস
শিকড় থেকেই উপড়ে ফেলেছি
জমানো কথারা হাঁসফাঁস
লিখবই আমি লিখবই
এক বাতিল জীবের আখ্যান
বন্য,আদিম আকুলতায়
পরিচিত দেহ,সেই ঘ্রাণ
লিখবই আমি লিখবই
তবু সঠিক কিছুই লিখিনি
আমি সৃষ্টি থেকেই দেখতে শিখেছি
সমাজ গড়তে শিখিনি
ব্রাত্যজনের (ওহ)সামাজিকতা
Dustbin এর ঐ ধারের পাঁচিলটায়
ন্যাংটো শিশু কাগজ খুঁটে খায়
আমি তো এক বিলুপ্তপ্রায় কবি
ওরাই আসুক আমার কবিতায়
ভিক্ষে করেও পয়সা পায়নি আজ
জ্বরের ঘোরে বেঁহুশ পড়ে মা
Dustbin এ তাই খাবার খুঁজে যায়
বড় অবুঝ পেটের যন্ত্রণা
আকাশটা আজ যতখানি নীল
পেটের ভিতর জ্বালার রঙ ও তাই
Shopping mall ও আলোতে ঝিলমিল
তবু,যন্ত্রণার এ ছবি এঁকে যাই
লিখব না আর লোক দেখানো কথা
ভালবাসা,ভাললাগা যত
যখন,ওদের দেখি ময়লা খুঁটে খায়
বুকের ভিতর জেগে ওঠে ক্ষত
নয়ে ছয়ে কোটি কোটি টাকা
Premiere এ ফূর্তি টুকু চাই
পেটের আগুন নিভছে না আর জলে
ওদের কথা ভাবছ নাকি ছাই?
ওরা তো সব ব্রাত্য প্রাণী আজ
আমার মতই বিলুপ্তপ্রায় জাত
আমি আবার সমাজ মানিনা
বুকের ভিতর জমাচ্ছি উৎপাত
Friday, May 2, 2008
যেদিন প্রথম নীল রঙ দেখি
বারে বারে
ধোঁকা খাওয়া মন
আর ঠুকরে যাওয়া জীবন
Culvert এর সঙ্খ্যা বেড়ে চলে
মনে আছে,
চোখের জলকে,একবারের জন্য ও
আটকাই নি সেদিন
কিছু অব্যাক্ত যন্ত্রণা
আজও বুক কুড়ে খায়
রক্ত জমা ক্ষত থেকে
দুঃসহ জ্বালা
আজও ভুলতে দেয় না
এক একটা রাতের কথা
তোমার কথা...
যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া হৃদয়
চৌঁচির হল যেদিন
সেদিন মহোৎসব হয়েছিল
এ মৃত যোদ্ধার
শরীরে...
আজও চোখ ভিজে যায় কান্নায়
আর রক্তমাখা পোশাকে নোনতা স্বাদ
হেরে গেলেই মৃত্যু,
উলঙ্গ গ্রাম এর পাশে
border এ নিস্প্রান দেহ
Thursday, April 24, 2008
একটি ফোঁটার জন্য
বৃষ্টি,তোকে দেখব বলে
দৌড়ে হঠাৎ এলাম চলে
তোর সাথে আজ দমকা হাওয়া
হারিয়ে গিয়েও খুজে পাওয়া
ভিজবি নাকি এই শ্রাবণে?
মাতবি নাকি এই প্লাবনে?
বৃষ্টি ভালোবাসব তোকে
খেয়াল খুশির নতুন ঝোঁকে
তোকে ঘিরেই চাওয়া,পাওয়া
তোর সাথে আজ হারিয়ে যাওয়া
আকাশ জুড়ে মেঘের ভেলা
চল না খেলি,নতুন খেলা
তোর মত কেউ হয় না এমন
সবাই যেন কেমন কেমন
চল না ভিজি একসাথে আজ,
রেখেই দে না আর যত কাজ...
Subscribe to:
Posts (Atom)