Friday, May 2, 2008

যেদিন প্রথম নীল রঙ দেখি


বারে বারে
ধোঁকা খাওয়া মন
আর ঠুকরে যাওয়া জীবন
Culvert এর সঙ্খ্যা বেড়ে চলে
মনে আছে,
চোখের জলকে,একবারের জন্য ও
আটকাই নি সেদিন
কিছু অব্যাক্ত যন্ত্রণা
আজও বুক কুড়ে খায়
রক্ত জমা ক্ষত থেকে
দুঃসহ জ্বালা
আজও ভুলতে দেয় না
এক একটা রাতের কথা
তোমার কথা...
যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া হৃদয়
চৌঁচির হল যেদিন
সেদিন মহোৎসব হয়েছিল
এ মৃত যোদ্ধার
শরীরে...
আজও চোখ ভিজে যায় কান্নায়
আর রক্তমাখা পোশাকে নোনতা স্বাদ
হেরে গেলেই মৃত্যু,
উলঙ্গ গ্রাম এর পাশে
border এ নিস্প্রান দেহ