Thursday, April 24, 2008

একটি ফোঁটার জন্য


বৃষ্টি,তোকে দেখব বলে
দৌড়ে হঠাৎ এলাম চলে
তোর সাথে আজ দমকা হাওয়া
হারিয়ে গিয়েও খুজে পাওয়া
ভিজবি নাকি এই শ্রাবণে?
মাতবি নাকি এই প্লাবনে?
বৃষ্টি ভালোবাসব তোকে
খেয়াল খুশির নতুন ঝোঁকে
তোকে ঘিরেই চাওয়া,পাওয়া
তোর সাথে আজ হারিয়ে যাওয়া
আকাশ জুড়ে মেঘের ভেলা
চল না খেলি,নতুন খেলা
তোর মত কেউ হয় না এমন
সবাই যেন কেমন কেমন
চল না ভিজি একসাথে আজ,
রেখেই দে না আর যত কাজ...

6 comments:

Sandipan said...

VMCTIZOY
Ki bolbo
mane kichu bolar bhasha nei
ekebare
FATSOFATSI

Ranadipam Basu said...

aasha korchi aaro lekha porte parbo. Blog visiter jonno dhonnobad.
another blog:
http://www.somewhereinblog.net/blog/ranadipam/

মাল্যবান said...

খুব ভালো। লেখো। তোমার ছন্দ ও শব্দচয়ন ভালো।
থেমো না।
মাল্যবান
http://malyaban.blogspot.com

Unknown said...

"বৃষ্টি,তোকে দেখব বলে" দারুণ!

kaustav said...

sotti tor jabab nei.......

Unknown said...

lekhagulo bhison bhalo laglo.....
anek bhalo laga janalam.... :))