Tuesday, July 15, 2008

লিখতে পারি এক পৃথিবী


লিখবই আমি লিখবই
যত পুরনো লুকনো গল্প
যতখানি ভুল চাপা পড়েছিল
কিছু বিস্তৃত,কিছু স্বল্প
লিখবই আমি লিখবই
আমি আকাশ ভেজানো ক্লাসরুম
বেকার জীবন,ছুটির দিনে
ক্লান্তি মেশানো ভাতঘুম
লিখবই আমি লিখবই
কিছু যন্ত্রণা,কিছু আফশোষ
আমি একলা চলার পথের মাঝেও
তোমার বাঁচার খোরপোষ
লিখবই আমি লিখবই
আমিই ক্লান্তি জড়ানো বিশ্রাম
বৃষ্টির সাথে ভুল ধুয়ে গেলে
ভদকা,বিয়ার,স্কচ,রাম
লিখবই আমি লিখবই
ভুল হালখাতা টাও যত্নে
সন্ত্রাসবাদ,কিছু প্রতিবাদ
বলবার আগে মত নে
লিখবই আমি লিখবই
রক্তে ভেজানো ইতিহাস
শিকড় থেকেই উপড়ে ফেলেছি
জমানো কথারা হাঁসফাঁস
লিখবই আমি লিখবই
এক বাতিল জীবের আখ্যান
বন্য,আদিম আকুলতায়
পরিচিত দেহ,সেই ঘ্রাণ
লিখবই আমি লিখবই
তবু সঠিক কিছুই লিখিনি
আমি সৃষ্টি থেকেই দেখতে শিখেছি
সমাজ গড়তে শিখিনি

No comments: