Tuesday, July 15, 2008

ব্রাত্যজনের (ওহ)সামাজিকতা


Dustbin এর ঐ ধারের পাঁচিলটায়
ন্যাংটো শিশু কাগজ খুঁটে খায়
আমি তো এক বিলুপ্তপ্রায় কবি
ওরাই আসুক আমার কবিতায়

ভিক্ষে করেও পয়সা পায়নি আজ
জ্বরের ঘোরে বেঁহুশ পড়ে মা
Dustbin এ তাই খাবার খুঁজে যায়
বড় অবুঝ পেটের যন্ত্রণা

আকাশটা আজ যতখানি নীল
পেটের ভিতর জ্বালার রঙ ও তাই
Shopping mall ও আলোতে ঝিলমিল
তবু,যন্ত্রণার এ ছবি এঁকে যাই

লিখব না আর লোক দেখানো কথা
ভালবাসা,ভাললাগা যত
যখন,ওদের দেখি ময়লা খুঁটে খায়
বুকের ভিতর জেগে ওঠে ক্ষত

নয়ে ছয়ে কোটি কোটি টাকা
Premiere এ ফূর্তি টুকু চাই
পেটের আগুন নিভছে না আর জলে
ওদের কথা ভাবছ নাকি ছাই?

ওরা তো সব ব্রাত্য প্রাণী আজ
আমার মতই বিলুপ্তপ্রায় জাত
আমি আবার সমাজ মানিনা
বুকের ভিতর জমাচ্ছি উৎপাত


No comments: