
মন খারাপের মেঘ করেছে আজ
আকাশটাও গোমড়ামুখো যেন
মন খারাপের নেইকো অবসর
সব কিছু আজ ধুসর রঙের কেন?
আমি পাগল উদাস হয়ে হাঁটি
Lamppost এর একলা থাকার মান
মন খারাপের দিব্ব্যি দিয়ে খাঁটি
Cigarette এর টুকরো গুলোর স্নান
রাস্তা খোঁজার চক্করে নেই,তবু
Orkut আর google ধরি চেপে
বুকের ভিতর শিরশিরানি টান
মন খারাপের limit প্রতি step এ
আমার কথা কেউ শোনেনি আজ
বুকের ভিতর মেঘের পাঁজর ঘেঁষে
ছলকে পড়া মান অভিমান,তাও
উড়িয়ে দিলাম পাগল আমি,হেসে
হাতের শিরায় লিখেছি তোর নাম
লিখেছি লাল আবির মাখা ক্ষুর এ
আজও তো তুই তত দুরেই আছিস
মেঘ যত দূর সোনালি রোদ্দুর এ
বুকের ভিতর মেঘের উপস্থিতি
আকাশটাও গোমড়ামুখো যেন
হটাৎ পেয়েও হারিয়ে ফেলার রীতি
সব কিছু আজ ধূসর রঙের কেন?
2 comments:
খুশী করার জন্য বলছি না, লেখাটা চালিয়ে যাও। লেখার গড়ন ভালো। লেখো ।
মাল্যবান
http://malyaban.blogspot.com
aami mon kharap ar rupkatha...
Post a Comment