Thursday, July 17, 2008

একটি মন খারাপের কোলাজ


মন খারাপের মেঘ করেছে আজ
আকাশটাও গোমড়ামুখো যেন
মন খারাপের নেইকো অবসর
সব কিছু আজ ধুসর রঙের কেন?

আমি পাগল উদাস হয়ে হাঁটি
Lamppost এর একলা থাকার মান
মন খারাপের দিব্ব্যি দিয়ে খাঁটি
Cigarette এর টুকরো গুলোর স্নান

রাস্তা খোঁজার চক্করে নেই,তবু
Orkut আর google ধরি চেপে
বুকের ভিতর শিরশিরানি টান
মন খারাপের limit প্রতি step এ

আমার কথা কেউ শোনেনি আজ
বুকের ভিতর মেঘের পাঁজর ঘেঁষে
ছলকে পড়া মান অভিমান,তাও
উড়িয়ে দিলাম পাগল আমি,হেসে

হাতের শিরায় লিখেছি তোর নাম
লিখেছি লাল আবির মাখা ক্ষুর এ
আজও তো তুই তত দুরেই আছিস
মেঘ যত দূর সোনালি রোদ্দুর এ

বুকের ভিতর মেঘের উপস্থিতি
আকাশটাও গোমড়ামুখো যেন
হটাৎ পেয়েও হারিয়ে ফেলার রীতি
সব কিছু আজ ধূসর রঙের কেন?

2 comments:

মাল্যবান said...

খুশী করার জন্য বলছি না, লেখাটা চালিয়ে যাও। লেখার গড়ন ভালো। লেখো ।
মাল্যবান
http://malyaban.blogspot.com

sayan.photographer said...

aami mon kharap ar rupkatha...