Thursday, July 17, 2008

খুঁজে পাই,পেয়ে হারাই


কোথায় খুঁজি তোকে?
বোশেখ মাসের কাঠফাটা রদ্দুরে
কালবৈশাখীর মাতাল হাওয়ার ঝোঁকে
কোথায় খুঁজি তোকে?
সেদিনও তুই এসেছিলি,
রাঙিয়েছিলি মন
স্বপ্ন চুরি করলি নাহয়
বড়ই আপনজন
সেদিনও তো ভিজেছিলাম
তোর সাথে সেই ছাদে
বৃষ্টি নামে চোখের জলে
আজও এ মন কাঁদে
সেদিনও রাত এসেছিল
অলিগলি দিয়ে
পরির দলও নেমেছিল
রাজকন্যের বিয়ে
কথা রাখার রাতের শেষে গিয়ে
দেখলি অবাক চোখে
কোথায় খুঁজি তোকে?
তোর সাথে আজ বাঁচা মরা খেলা
তুই আকাশ,আর আমি নদীর ভেলা
অচিনপুর এর মায়াবি রাজপুত্তুর,
বাইছি তরী,সাগর কত দূর?
ডুবে যাওয়ার ভয় এর থেকেও বেশি
হারিয়ে যাওয়ার শোকে
কোথায় খুঁজি তোকে?

1 comment:

Irony said...

Shopno...Hotasha...Opekhha...Mon kharap...Asha...Nirasha...Onubhuti..Sob kichur mishel...Onoboddyo.