মায়াবি চোখে তে লিখে রাখা কিছু ভুল
হাওয়ায় উড়েছে গভীর বিকেল,চুল
আবেগ মেপেও ইতিহাস লেখা থাকে
ইচ্ছেডানারা আগুন ও তো মেখে রাখে
কুয়াশার তীরে কোলাহল আনাগোনা
বলবে যে কথা কখনো হয়নি শোনা
মন কেমনের সেই এক ফালি ডাক
আয়না তে রোজ ঝগড়াও হতে থাক
বিষাদ ঢেকেছে শহর ইতস্তত
আমিও ঢেকেছি গভীর,গোপন ক্ষত
হয়ত এবারে চিরে বুক,প্রস্তর ও
থামিয়ে বলবে,আমায় ঘেন্না কর